ফের ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নতুন করে ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর৷

 

Bengal Live ডেস্কঃ এখনও বেশ কয়েকটি জেলা জলমগ্ন। লক্ষাধিক মানুষ ঘর ছাড়া। বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ এরই মাঝে ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাসের কথা জানালো আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার কারণে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দার্জিলিঙ, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের পাশাপাশি কলকাতা, হাওড়া,হুগলি, দুই পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়্গ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। এরই মাঝে আবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Exit mobile version