চতুর্থ দফার ভোটঃ মৃত পাঁচ কোচবিহারে
রক্তাক্ত চতুর্থ দফার ভোট। সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার। এখনও পর্যন্ত মৃত পাঁচ। ব্যাপক চাঞ্চল্য কোচবিহারের শীতলকুচিতে।
Bengal Live কোচবিহারঃ চতুর্থ দফার ভোটে ব্যাপক গন্ডগোল কোচবিহারের শীতলকুচিতে। প্রাণ গেল পাঁচজনের। এদিন সকালে শীতলকুচির পাগলাপীরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। মৃতের নাম আনন্দ বর্মন। ঘটনার পর বেআইনি জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, মৃত তাঁদের দলের সমর্থক। এদিকে মৃতের পরিবারের দাবি আনন্দ বর্মন বিজেপির সমর্থক ছিলেন।
এদিকে মাথাভাঙ্গা: শীতলকুচি বিধানসভার জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের ৫/১২৬নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত চারজন। অভিযোগ, ভোট চলাকালীন অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছিল, সেই সময় কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় এরফলে চারজনের মৃত্যু হয়।তিনজনকে আশঙ্কা জনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া,কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ভোট গ্রহণ বন্ধ রয়েছে ওই বুথে।এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রয়েছে।