উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা, ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর৷

মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। বিকেলের আগেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷ হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও।
Bengal Live ডেস্কঃ আগামী মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, মালদায়। তবে, বৃষ্টির কারণে তাপমাত্রার কোনো পরিবর্তন নাও ঘটতে পারে।
এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে কলকাতার আকাশ। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।