একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
বঙ্গোপসাগর ও অসমে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় সপ্তাহের শেষলগ্নে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস।
Bengal Live ডেস্কঃ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও উত্তরের দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
চরম দারিদ্র ও অসুস্থতার সাথে লড়াই রায়গঞ্জের প্রৌঢ়ার, মেলেনি আদিবাসী উন্নয়ন প্রকল্পের সাহায্য
পাশাপাশি শনিবার দার্জিলিঙ, আলিপুরদুয়ারে বজ্র-বিদ্যুৎপাত সহ ভারী থেকে অতিভারী এবং জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শর্ত না মানলে ডুয়ার্সে হোটেল-রিসোর্টে থাকার অনুমতি মিলবে না পর্যটকদের
মূলত, গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা নাকি বিশাখাপত্তনমের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত প্রভার বিস্তার করে রয়েছে। এদিকে অসমে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই দুইয়ের প্রভাবে সপ্তাহান্তে রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস।