কালিয়াগঞ্জের সভা থেকে ফের একবার বিজেপিকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ওদের কাজ আগুন লাগানো।
Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জের সভা থেকে ফের একবার বিজেপিকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ওদের কাজ আগুন লাগানো। আমরা শান্তি চাই। রাজ্যবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নজর রাখবেন, কেউ যেন দাঙ্গা লাগাতে না পারে। রাজ্যে CAA, NRC ও NPR হবে না বলে ফের একবার রাজ্যবাসীকে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার প্রশাসনিক বৈঠক ও সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সরকারি বিভিন্ন পরিষেবা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। এরপর মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এই রাজ্য কোনওমতেই NRC , CAA ও NPR লাগু হতে দেবেন না তিনি। বাংলা কারোর অধিকার কাড়তে দেবে না। আমরা গণতন্ত্র মেনে চলি। আমরা সবাই মানুষ। এটাই আমাদের পরিচয়।
এদিন দিল্লির হিংসা নিয়েও সভামঞ্চ থেকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দিল্লির হিংসা নিয়ে কেন্দ্র সরকার এখনও কোনও মন্তব্য করেনি৷ এই নিয়ে আমরা মর্মাহত। আমরা ভাত চাই। দাঙ্গা চাই না। মানুষ বিপদে পড়লে আমরা পাশে থাকি। কাশ্মীরে আটকে থাকা এই এলাকার শ্রমিকদের উদ্ধার করে এনেছি। বাসিন্দাদের ভয় না পাওয়ার অভয় দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে যা হয়,বাংলায় তা হয় না। আমরা সবাই নাগরিক।
এদিন নাম না করে বিজেপিকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, ওদের কাজ আগুন লাগানো। কেউ যেন দাঙ্গা লাগাতে না পারে সেই দিকে বাসিন্দাদের নজর রাখার পরামর্শ দেন তিনি।