রাজ্য

কিষাণ ইউনিয়নের ডাকা ভারত বনধে সমর্থন প্রদেশ কংগ্রেসের, জানালেন অধীর চৌধুরী

দিল্লীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। আগামী ৮ ডিসেম্বর কিষাণ ইউনিয়নের ডাকা ভারত বনধকে সমর্থনের বার্তা দিলেন অধীররঞ্জন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

 

Bengal Live ডেস্কঃ ভারতীয় কিষাণ ইউনিয়নের ডাকা ভারত বনধে সমর্থন কংগ্রেসের। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যে বনধ সমর্থন করার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ তিনি লেখেন, “৮ ডিসেম্বর সারা ভারত বনধের যে ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকবন্ধুরা, তাঁদের প্রতি সমর্থন জানিয়ে আমরা পশ্চিমবঙ্গে আন্দোলনে সামিল হবো। সারা রাজ্যে আমরা এই বনধ সমর্থন করবো।”

তিনটি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গত প্রায় এক সপ্তাহ ধরে দিল্লিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এদিকে বিল সংশোধনের জন্য কেন্দ্র রাজি হলেও নিজেদের দাবি থেকে সরতে নারাজ আন্দোলনরত কৃষকরা। কিষাণ ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বলা হয়, তাঁরা তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। ৫ ডিসেম্বর তাঁরা প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাবেন। এরপর ৮ ডিসেম্বর দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছেন তাঁরা৷ বনধে হাইরোড, টোলপ্লাজাগুলি অবরুদ্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে কিষাণ ইউনিয়নের পক্ষ থেকে।

 

 

Related News

Back to top button