একদিকে বাড়ছে গঙ্গার জল, অন্যদিকে চোখ রাঙাচ্ছে ফুলাহার নদী। সাঁড়াশি আক্রমণ মালদায়৷
Bengal Live মালদাঃ বিপদসীমার প্রায় ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে গঙ্গা। যার ফলে মালদা জেলার রতুয়া ১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বিস্তৃর্ণ এলাকায় গঙ্গার জল ঢুকতে শুরু করেছে । জলমগ্ন এই অঞ্চলের প্রায় ২০টির বেশী গ্রাম রয়েছে। এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন বলে অভিযোগ স্থানীয়দের। তাই জলবন্দী অবস্থাতেই বাস করছেন এলাকাবাসীরা। গঙ্গার পাশাপাশি ফুলহার নদীর জলও বৃদ্ধি পাচ্ছে।দুই নদীর সাঁড়াশি আক্রমনে আগামীতে চরম বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুধুমাত্র ‘কোউইন’ই নয়, এখন হোয়াটসঅ্যাপেও মিলবে ভ্যাকসিনের শংসাপত্র
এদিকে সোমবার দিনই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। মূলত মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে আসতে থাকার কারণেই বৃষ্টিপাত বাড়বে বলে মত আবহাওয়াবিদদের। এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে৷