রাজ্য

উত্তরবঙ্গের কোন আসনে কবে ভোট ? এক ঝলকে বিস্তারিত

উত্তরবঙ্গে পাঁচ দফায় হবে নির্বাচন। তার মধ্যে মালদা জেলার ভোট হবে দুই দফাতে। কবে কোথায় নির্বাচন? এক নজরে দেখে নিন সবটা।

 

 

Bengal Live ডেস্কঃ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে নির্বাচন এক দফাতে হলেও অসমে তিন দফা ও পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। তবে উত্তরবঙ্গে পাঁচ দফাতেই ভোটপর্ব সম্পন্ন হবে উত্তরবঙ্গে। ২০১৬ সালে উত্তরবঙ্গে ভোট হয়েছিল মাত্র দুই দফায়। তবে চলতি বছরে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর গলাতেও ক্ষোভের সুর শোনা গিয়েছে। যদিও বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে রাজনৈতিক হিংসার যে অভিযোগ বারংবার তোলা হয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখেই উত্তরবঙ্গে ৫ দফায় নির্বাচন করতে চেয়েছে কমিশন।

এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কোনও জেলায় কবে নির্বাচন? কবেই বা মনোনয়ন দাখিল করার শেষ দিন ?

  • আলিপুরদুয়ার ও কোচবিহারে সব আসনে নির্বাচন হবে ১০ এপ্রিল। ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ১৬ মার্চ। মনোনয়নের শেষ দিন ২৩ মার্চ। স্ক্রুটিনি হবে ২৪ মার্চ। নাম প্রত্যাহারের শেষ দিন ২৬ মার্চ।

 

  • দার্জিলিঙ, কালিম্পং ও জলপাইগুড়ির সব আসনে ভোট হবে ১৭ এপ্রিল। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ২৩ মার্চ। মনোনয়ন জমার শেষ দিন ৩০ মার্চ। স্ক্রুটিনি হবে ৩১ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ এপ্রিল।

 

  • উত্তর দিনাজপুরের সব আসনে ভোট হবে ২২ এপ্রিল। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ২৬ মার্চ। মনোনয়ন জমার শেষ দিন ৩ এপ্রিল। স্ক্রুটিনি ৫ এপ্রিল। নাম প্রত্যাহারের শেষ দিন ৭ এপ্রিল।

 

  • দক্ষিণ দিনাজপুরের সব আসন ও মালদার হবিবপুর, গাজল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়ায় ভোট হবে ২৬ এপ্রিল। বিজ্ঞপ্তি জারি করা হবে ৩১ মার্চ। মনোনয়নের শেষ দিন ৭ এপ্রিল। স্ক্রুটিনি ৮ এপ্রিল। নাম প্রত্যাহারের শেষ দিন ১২ এপ্রিল।

 

  • উত্তরবঙ্গে পঞ্চম দফার ভোটের দিন নির্ধারিত হয়েছে ২৯ এপ্রিল। এদিন মালদার মানিকচক, মালদা,ইংরেজবাজার,মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগরে ভোট গ্রহণ হবে। এই ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩১ মার্চ। মনোনয়নের শেষ দিন ১৭ এপ্রিল। স্ক্রুটিনি ১৮ এপ্রিল। নাম প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল।

Related News

Back to top button