দুর্ঘটনায় গত সাত দিনে মৃত্যু হয়েছে ৪ জনের। ট্রাফিক পুলিশ মোতায়নের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা৷
Bengal Live মালদাঃ পথ দুর্ঘটনা কমাতে এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার ছোট কাদিরপুর এলাকায় ৩৪ নং বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখান গ্ৰামবাসীরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩৪ নং জাতীয় সড়কের বাইপাসে।
এদিন সকাল ১১ টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। স্থানীয়দের অভিযোগ, ছোট কাদিরপুর এলাকায় ট্রাফিক পুলিশের কোনও ব্যবস্থা নেই। নেই কোনও বাম্পার বা স্পিড ব্রেকার। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার কারণে প্রাণ হারাতে হচ্ছে সাধারণকে। স্থানীয়দের দাবি, গত ৭ দিনে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাই ওই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাযন গ্ৰামবাসীরা।
দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। তাঁদের আশ্বাসে অবরোধ থেকে সরে দাঁড়ায় গ্রামবাসীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। তবে গ্রামবাসীরা জানান তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।