কুমারগঞ্জের বাংলাদেশ সীমান্তে উদ্ধার ২৪ কোটি টাকা মূল্যের সাপের বিষ

আবারও সাপের বিষ উদ্ধার। পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুই জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ।

 

Bengal Live বালুরঘাটঃ দুই কাচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে। বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়ান অভিযান চালিয়ে এই সাপের বিষ উদ্ধার করে। কুমারগঞ্জের ঘুমসি সীমান্তে দুটি কাচের জারে করে এই সাপের বিষ নিয়ে আসছিল পাচারকারীরা। সেই সময় বিষ ভর্তি দুটি জার উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। বিএসএফ অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কাচের জার সহ সাপের বিষ জমা দেওয়া হয়েছে বনদপ্তরে। এর আগেও বেশ কয়েকবার উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই একই কায়দায় সাপের বিষ উদ্ধার হয়েছে। বারবার নাম জড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের। পাচারকারীরা দক্ষিণ দিনাজপুরের সীমান্তকে করিডর হিসেবে ব্যবহার করছে বলে অনুমান তদন্তকারীদের।

উদ্ধার হওয়া সাপের বিষ ভর্তি জার দুটি বন অধিকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। বিষের জারগুলি ল্যাব পরীক্ষার জন্য মুম্বাইতে পাঠানো হবে বলে জানা গেছে।

Exit mobile version