প্রায় ৪ কোটি টাকার সোনার বিস্কুট সহ ধৃত দুই
দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। তাদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
Bengal Live শিলিগুড়িঃ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে ধরা পড়লো দুই সোনা পাচারকারী। ডিআরআই সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রাকেশ কুমার এবং রমেশ কুমার শুক্লা। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ টি সোনার বিস্কুট, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
উত্তরবঙ্গে সক্রিয় চন্দনকাঠ পাচার চক্র, গ্রেপ্তার তিন ব্যক্তি
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিআরআই এর টিম শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে গত রবিবার একটি যাত্রীবাহী গাড়িতে থাকা দুই উত্তরপ্রদেশের যাত্রীর তল্লাশি চালায়।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০টি সোনার বিস্কুট, যার ওজন ৮ কিলো ৩০০ গ্রাম বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।
ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
জানা গিয়েছে, মায়ানমার থেকে অসম হয়ে উত্তরপ্রদেশে ওই সোনার বিস্কুটগুলি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল ধৃতদের। তবে তার আগেই ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স দুই পাচারকারীকে গ্রেপ্তার করে।