রাজ্য

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এসওজি-র হাতে আটক দুই কারবারি

ব্রাউন সুগার সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জালে আটক দুই কারবারি। এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের।

 

Bengal Live শিলিগুড়িঃ বিপুল পরিমাণ মাদক সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে আটক দুই কারবারি। উদ্ধার করা হয়েছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত দুই ব্যক্তির নাম খাইবুল মহম্মদ ও রিঙ্কু সিং। বুধবার আদালতে তোলা হয় ধৃতদের।

মাদকের বিরুদ্ধে অভিযানে নেশার ওষুধ, কফ সিরাপ, হেরোইন, ব্রাউন সুগার উদ্ধার করে রেকর্ড গড়তে চলেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর বিভিন্ন থানা। ফের ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মাটিগারার বিশ্বাস কলোনীতে ভাড়া থেকে মাদকের ব্যবসা করছিল ইসলামপুরের বাসিন্দা খাইবুল মহম্মদ। এদিন গোপন সূত্রের খবরে ওই কারবারির মাদক নিয়ে ডেরায় আসার কথা জানতে পেরে ফাঁদ পাতে এসওজি-র আধিকারিকরা। এরপর সেখান থেকে খাইবুল মহম্মদ ও তার সঙ্গী রিঙ্কু সিংকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬০ গ্রাম ব্রাউন সুগার।

এসওজি সূত্রে জানা গিয়েছে, এর আগেও দু’বার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল খাইবুল। ওই দুই কারবারিকে গ্রেপ্তার করে মাটিগারা থানায় এন ডি পি এস ধারায় মামলা রুজু হয়েছে দুই অভিযুক্তের বিরুদ্ধে। এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের।

Related News

Back to top button