ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী
গ্রামবাসীদের তৎপরতায় ছিনতাই করার আগেই ধৃত দুই। উদ্ধার আগ্নেয়াস্ত্র।
Bengal Live মালদাঃ গ্রামবাসীদের তৎপরতায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করলো গাজোল থানার পুলিশ। গাজোল ব্লকের কুলিক পুকুর এলাকায় ছিনতাই করতে গিয়ে হাতানাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী।
জানা গেছে, শুক্রবার রাতে এক বেসরকারি ব্যাংকের কালেকশন এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে দুই দুষ্কৃতী। ওই কালেকশন এজেন্টের চিৎকারে ছুটে আসেন এলাকাবাসীরা। লোক দেখে দুই দুষ্কৃতী পালাতে গেলে স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করেন। এরপর স্থানীয় পুলিশের হাতে দুই দুষ্কৃতীকে তুলে দেন গ্রামবাসীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, মিলন মন্ডল(২৩) এবং নুরসেদ আলি(২৪)। ধৃতদের বাড়ি মালদার বামনগোলা ও চাঁচল এলাকায়।
ধৃতদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে তোলা হয়।
গাজোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।