ব্রাউন সুগার সহ ধৃত দুই
উত্তরে সক্রিয় মাদক পাচার চক্র। ব্রাউন সুগার থেকে গাঁজা, নিষিদ্ধ সিরাপের রমরমা কারবার। পুলিশের জালে আরও দুই পাচারকারী।
গাঁজা ও গরু পাচারে ধৃত দুই দিনাজপুরের চার
Bengal Live মালদাঃ কালিয়াচক থেকে দক্ষিণ দিনাজপুরে পাচার হওয়ার আগে ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইংরেজবাজার থানার সুস্থানি মোড় থেকে দুই জনকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজকের রাশিফল, ৪ নভেম্বর, বুধবার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মনির উদ্দিন শেখ (২৮)। বাড়ি ইংলিশবাজার থানার মহদিপুর এলাকায়। আরেকজনের নাম মহদ্দিজুল মিয়াঁ (৩৩)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায়। ইংরেজবাজার থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ইংরেজবাজার থানার পুলিশ মহাদেবপুর এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুরে কাকে ওই ব্রাউন সুগার পাচার করা হতো তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের পাঁচদিনের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।