আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ সহ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ অস্ত্র পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সন্দেহ পুলিশের৷
মানবাধিকার কমিশনের ভুয়ো আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা, উত্তরবঙ্গে গ্রেপ্তার আরও ১
Bengal Live কোচবিহারঃ ফের আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ৷ দুটি আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল তুফানগঞ্জ থানার পুলিশ৷ বলরাম চৌপথীর কাছে তাদের গ্রেপ্তার করে পুলিশ। অস্ত্র পাচারকারী সাথে যোগ থাকার সম্ভাবনা আছে বলে মনে করছে পুলিশ।
গ্রেপ্তার বেঞ্জামিন হেমব্রম, একাধিক ধারায় মামলা রুজু করল রায়গঞ্জ পুলিশ
পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই ব্যক্তির নাম প্রকাশ বর্মন ও অশোক বর্মন। তাদের বাড়ি দিনহাটার সাহেবগঞ্জ এলাকায়। এদিন স্কুটি চেপে ওই দুই অভিযুক্ত বলরামপুর চৌপথী থেকে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল৷ তখন গোপন সুত্রে খবর পেয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত দুই ব্যক্তি দিনহাটা থেকে বলরামপুর হয়ে তুফানগঞ্জের দিকে যাচ্ছিল বলে সন্দেহ পুলিশের। সম্প্রতি ৯ জুলাই একটি ম্যাগাজিন সহ চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল দিনহাটা থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত পলাশ সরকারকে দিনহাটার গোসানিমারীর বড় নাটাবাড়ি এলাকা থেকে ম্যাগাজিন ও কার্তুজ সহ গ্রেপ্তার করে পুলিশ ৷ এর আগেও বারংবার দিনহাটাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ ওঠায় পুলিশ স্পেশাল টিম তৈরি করে অভিযানেও নামে। এই ঘটনার অভিযুক্তদের বাড়িও দিনহাটা হওয়ায় কোনো অস্ত্র পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সন্দেহ পুলিশের৷
উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা, ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর৷