বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল থেকে আসা বাইসনের হামলায় নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছে বৃদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুইজন।
Bengal Live আলিপুরদুয়ারঃ ভোরের আলো ফোটার কিছু পরেই আচমকা বাইসনের হামলায় গুরুতর ভাবে জখম দুই জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চেপানি এলাকায়।
চেপানি গ্রামের পাশেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল। জানা গিয়েছে, সেই জঙ্গল থেকেই ভোরবেলা একটি বাইসন বেরিয়ে চেপানি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। প্রাতঃভ্রমন করতে বেড়োনো ৭৫ বছর বয়সী রেণুবালা দেবনাথ কে আক্রমণ করে বাইসনটি । ওই বৃদ্ধার তলপেটে সিং ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের করে দেয়। তারপর মহিতশ রায় নামে আরেক গ্রামবাসীকেও আক্রমণ করে জখম করে ওই বাইসন টি।
দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। প্রথমে জাসোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় তাদের। ঘটনাস্থলে পুলিশ ও বনকর্মীরা রয়েছে।