খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live মালদাঃ বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে দুই শিশুর জখম হওয়ার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক এক নং গ্রাম পঞ্চায়েতের পুরাতন বাবুরহাট গ্রামের পাশে একটি লিচু বাগান এলাকায়। আহত দুই শিশুকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। পুরো ঘটনা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
এদিন সকালে খবর পেয়ে আইসি মদন মোহন রায়ের নেতৃত্বে ওই এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এক জার ভর্তি তাজা বোমা। এরপর বম্ব স্কোয়াটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয় উদ্ধারকৃত বোমাগুলি। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি ওই এলাকায় রেখেছিল তা জানতে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।