রাজ্য

নকল সোনা বন্দক দিতে এসেই ঘটে গেল বিপত্তি

নকল সোনা বিক্রি করে টাকা নেওয়ার অভিযোগে আটক ২ প্রতারক। ধৃতদের নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থানায়।

 

Bengal Live শিলিগুড়িঃ নকল সোনা বন্দক দিয়ে টাকা নেওয়ার ঘটনায় প্রতারকদের পর্দা ফাঁস করল শিলিগুড়ি স্বর্ন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হিলকার্ট রোড এলাকায়। ওই দুই প্রতারককে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ।

 

জানা গিয়েছে, কিছুদিন আগে শিলিগুড়ির একটি সোনার দোকানে সোনা বন্দক রেখে ১৫হাজার টাকা নিয়ে যান কয়েকজন ব্যক্তি। এরপর সেই সোনা পরীক্ষা জানতে পারেন সেগুলো নকল সোনা। ফের বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন এক সোনার দোকানে সোনার অলঙ্কার বন্দক রেখে টাকা নিতে আসেন দুই ব্যাক্তি। অলংকার গুলি পরীক্ষা করে দেখা যায় সেগুলি সোনালি রং করা নকল অলংকার। ঘটনাস্থলে ওই দুই ব্যক্তিকে আটক করে শিলিগুড়ি থানায় খবর দেন দোকানের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধৃত দুই প্রতারককে আটক করে পুলিশ। ওই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় বেশকিছু নকল সোনার অলংকার।

নকল সোনা বিক্রি করে টাকা নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়ায় তাদের থানায় নিয়ে যায় শিলিগুড়ি থানার পুলিশ। এই প্রতারনা চক্রের সাথে আরো অনেকেই যুক্ত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে ব্যবসায়ীদের।

Related News

Back to top button