রেল পুলিশের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার আড়াইশো টিয়া পাখি
আবারও পাচারের আগে টিয়া পাখি উদ্ধার করলো রেল পুলিশ। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি তুলে দেওয়া হয় বনদপ্তর কর্মীদের হাতে।
Bengal Live মালদাঃ ফের পাচার হওয়ার আগে উদ্ধার হলো আড়াইশো টিয়া পাখি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা ষ্টেশনে। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাগামী যোগবানি ডাউন এক্সপ্রেসে তল্লাশি চালায় রেল পুলিশ। সেই সময় যোগবানি এক্সপ্রেস এর S3 কামরার বাথরুমের পাশ থেকে চারটি খাঁচা উদ্ধার করে জিআরপি পুলিশ। খাঁচাগুলি থেকে উদ্ধার করা হয় ২৫০ টি টিয়া পাখি। তবে আটক করা যায়নি পাচারকারীদের। পুলিশ আসার আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় পাচারকারীরা।
মহরমের জৌলুসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের, আহত ১০
এবিষয়ে আইসি ভাস্কর প্রধান জানান, পাখিগুলি যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলি উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলিকে মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।