রাজ্য

ইমার্জেন্সি ব্রেক কষে বুনো হাতির প্রাণ বাঁচালেন ট্রেন চালক, উত্তরের জঙ্গলে নয়া নজির

ইমারজেন্সি ব্রেক চেপে বুনো হাতির প্রাণ বাঁচালেন ট্রেন চালক। প্রায় রোজ দিনই যখন বন্য জীবজন্তুর ট্রেনে কাটা পরে মৃত্যুর খবর শিরোনামে জায়গা করে নেয়, তখন এই ঘটনা স্বাভাবিক ভাবেই একটা অন্য নজির গড়েছে।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ সেবক ও গুলমা স্টেশনের মাঝে জরুরী ব্রেক কষে ট্রেন থামালেন চালক। প্রাণে বাঁচল একটি বুনো হাতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ডাউন আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল ট্রেনের চালক রেল লাইনে আচমকা হাতি দেখতে পেয়ে ইমারজেন্সি ব্রেক কষে ট্রেন থামান। মিনিট পাঁচেক সময় অপেক্ষা করে বুনো হাতিটি জঙ্গলে ঢুকে যেতেই ফের ট্রেন ছাড়েন চালক। শুক্রবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনে এমনই দাবি করা হয়েছে রেলের পক্ষ থেকে।

উত্তরবঙ্গের দীর্ঘ রেল পথ জুড়ে রয়েছে ঘন জঙ্গল। বুনো হাতি থেকে শুরু করে চিতা বাঘ, গন্ডার, হরিণ, বাইসন সহ অন্যান্য নানান জীবজন্তুর বাস গরুমারা, মহানন্দা, চিলাপাতা, জলদপাড়ার জঙ্গলে৷ ফলে প্রায় নিত্যদিনই ট্রেন দুর্ঘটনায় নানান জীবজন্তুর মৃত্যুর খবর উঠে আসে সংবাদের শিরোনামে। দুর্ঘটনায় বন্যদের মৃত্যু রুখতে একাধিক পদক্ষেপ রেলের তরফ থেকে নেওয়া হলেও তা এখনও খুব একটা ফলপ্রসূ হয়নি বললেই চলে৷ জঙ্গলের ভেতরে ট্রেনের গতি কমিয়ে যাওয়ার নির্দেশিকা থাকলেও অভিযোগ ওঠে, অনেকাংশেই সেই নিষেধাজ্ঞা মানা হয় না। তবে বৃহস্পতিবারের ঘটনায় এক নতুন চিত্র উঠে এল। বুনোর হাতির প্রাণ বাঁচাতে ট্রেন চালকের ভূমিকা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা৷ সকলেই এক কথায় অভিনন্দন জানিয়ছেন চালককে।

Related News

Back to top button