রাজ্য

ছন্দে ফিরছে পাহাড়, দেড় বছর পর ফের ছুটল টয় ট্রেন

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় দেড় বছর পর আবার ছুটল টয়ট্রেন। পুজোর মুখে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

 

Bengal Live শিলিগুড়িঃ পাহাড়প্রেমী পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলা টয়ট্রেন । কিন্তু করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই পরিষেবা। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় দেড় বছর পর ফের ওয়ার্লড হেরিটেজ খ্যাত এই টয়ট্রেন যাত্রার সূচনা হল ।।

করোনার দাপটে প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল নিউ জলপাইগুড়ি-দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা। যদিও অতিমারির প্রথম ঢেউয়ের সময় টয়ট্রেন বন্ধ থাকলেও চালু ছিল জয়-রাইডগুলি । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই জয় রাইড পরিষেবাও বন্ধ হয়ে যায়।

করোনা প্রকোপ কিছুটা কমতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। পুজোর সময় পাহাড় সহ ডুয়ার্সে পর্যটকদের ঢল নামার সম্ভবনা রয়েছে প্রবল। ইতিমধ্যেই চালু করা হয়েছে দার্জিলিং-ঘুম জয়রাইড। এরপর এদিন পুনরায় টয়ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এতে পুজোর মুখে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী রেল। পুজোর আগে এই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন পর্যটক ব্যবসায়ীরাও।

Related News

Back to top button