রাজ্য
টোটো চালকদের আন্দোলন বালুরঘাটে
টোটো চালকদের আন্দোলন বালুরঘাটে
Bengal Live বালুরঘাটঃ পুরোনো টোটোর বদলে ই-রিক্সা নয়। টোটোতেই দিতে হবে লাইসেন্স। বৃহস্পতিবার এমন দাবী তুলেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আন্দোলনে নামল সংগ্রামী টোটো চালক ইউনিয়ন। এদিন বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের কাছে স্বারকলিপিও জমা দেন আন্দোলনকারীরা।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মা ও শিশুর
আন্দোলনকারীদের দাবী, পুরোনো টোটোর বদলে সরকার ই-রিক্সা চালানোর নির্দেশিকা জারি করেছে। তবে নতুন করে ই-রিক্সা কেনার মতন ক্ষমতা টোটো চালকদের নেই। তাই আমরা পুরোনো টোটোতেই রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স দেওয়ার জন্য দাবী জানিয়েছি। দাবী মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।