বিপ্লব দেবকে আটকালে জনতার ভোট পাবেন না –বাংলার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
মিছিলের অনুমতি না মেলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারের শেষ লগ্নে রাজনৈতিক উত্তাপ চড়ল চরমে। শনিবার, প্রচারের শেষ দিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রোড শো ঘিরে অনিশ্চয়তা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি রোড শো এবং সভার অনুমতি। আর এই ঘটনাকে ঘিরেই তৃণমূল-বিজেপি চাপানউতোরে উত্তাপ বেড়েছে কালিয়াগঞ্জে। শুক্রবার রাতে রায়গঞ্জে পৌঁছে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বিপ্লব দেব বলেন, লোকসভা ভোটের আগে আমার দুই-তিনটি কার্যক্রম রোধ করেছিল। তার ফল উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) দেখেছেন কী হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লোকসভা ভোটে মানুষ সবক শিখিয়েছে। ভারতীয় জনতা পার্টির জিত নিশ্চিত জেনেই এগুলো করা হচ্ছে। প্রোটোকল, পদমর্যাদা, সংবিধান আছে। কিন্তু সেগুলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানেন কতটা সেটা রাজ্যের মানুষ জানেন। সেই কারণেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে গিয়েছে মানুষ। এই ভাবে মানুষকে রোখা যায় না। লোকসভা ভোটে রোখা যায়নি। বিধানসভা উপনির্বাচনেও রোখা যাবে না।
তিনি আরও বলেন, বিপ্লব দেবকে আটকে জনতার ভোট নেবেন, এটা হয় না। ভারতবর্ষে এগুলো হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনও এইসব না বুঝলে ২০২১-এর বিধানসভা ভোটে পরিনতি ভয়ঙ্কর হবে।
এদিন মিছিলের অনুমতি না মেলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে কালিয়াগঞ্জে পথ অবরোধে সামিল হন বিজেপির নেতা কর্মীরা। অনুমতি না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তাঁরা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এই বিষয়ে এদিন রাতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল সুবিধা অ্যাপের মাধ্যমে গত ১৮ নভেম্বর মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল। বিজেপি তার পরে ২০ নভেম্বর একই জায়গায় প্রায় একই সময়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কর্মসূচীর জন্য আবেদন জানায়। এদিন সকাল থেকে প্রোগ্রামের সময়সূচী রদবদলের জন্য স্থানীয় বিজেপি নেতাদের সাথে আলোচনা চালাচ্ছে জেলা প্রশাসন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সমস্যার সমাধানসূত্র বের হয়নি।