রাজ্য

দলত্যাগীদের বিভীষণ মনে করবে বিজেপি– শান্তা ছেত্রী

বিজেপিকে ভালবেসে কেউ ওই দলে যাচ্ছেন না। ফলে গেরুয়া শিবিরে যাঁরা যাচ্ছেন তাঁরা সেই দলেও বিভীষণ রূপে বিবেচিত হবেন বলে মনে করছেন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী।

 

Bengal Live শিলিগুড়িঃ কোচবিহার থেকে কাকদ্বীপ। তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরানোর যেন হিড়িক পড়ে গিয়েছে দলীয় নেতা, কর্মী, মন্ত্রী বিধায়কদের মধ্যে। এই পরিস্থিতিতে দলত্যাগীদের সম্পর্কে তীর্যক মন্তব্য করলেন পাহাড়ের তৃণমূল নেত্রী তথা রাজ্য সভার তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী।

মালদায় একদল সংখ্যালঘু জোড়া ফুল ছেড়ে পদ্মফুলে, তৃণমূল বলছে, বিজেপির ভাঁওতাবাজি

শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে শান্তা ছেত্রী বলেন, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, তাঁদের বিজেপি বিভীষণ হিসেবেই দেখবে। ওরা কেউই বিজেপিকে ভালোবেসে যাচ্ছে না। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদকে কটাক্ষ করে শান্তা ছেত্রী বলেন, বিজেপি সাংসদরা কোনও কাজই করেন না। ওঁরা শুধু বিজেপির তোতাপাখি হয়ে রয়েছেন।

আইনশৃঙ্খলা নিয়ে চার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে মালদায় বৈঠক নির্বাচন কমিশনের

পাশাপাশি ১১ জনজাতির ট্রাইবাল স্ট্যাটাসের দাবিতে তৃণমূল লড়াই করে চলেছে এবং আগামীতেও লড়াই চালিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রী।

Related News

Back to top button