কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। ভোটে জিতলে যা যা করবেন তৃণমূল বিধায়ক — বিধায়ক হেল্প লাইন , ১৫ দিন অন্তর জনগনের সাথে বৈঠক, হাসপাতালে ২৫০ শয্যা, আধুনিক স্বাস্থ্য পরিষেবা, প্রতি পঞ্চায়েতে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এনবিএসটিসি-র বাসস্ট্যান্ড, কালিয়াগঞ্জ থেকে কলকাতা এসি বাস।
Bengal Live কালিয়াগঞ্জঃ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার কালিয়াগঞ্জের আবাসিকা ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, সাতটি ভাগে উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইস্তেহারে।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান অমল আচার্য, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দধীমোহন দেবশর্মা এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ।
জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, নাগরিক কল্যান, নাগরিক প্রতিনিধিত্ব, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পরিকাঠামো উন্নয়ন, কৃষক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি এই সাতটি বিভাগে একাধিক প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করা হয়েছে। এই ইস্তেহার কালিয়াগঞ্জের সকল ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, বিধায়ক হেল্প লাইন চালু , প্রতি ১৫ দিনে বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা শুনতে বিধায়কের জন বৈঠক, কালিয়াগঞ্জ হাসপাতালে ২৫০ টি শয্যাসহ আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদান, প্রতিটি গ্রামপঞ্চায়েতে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসস্ট্যান্ড নির্মাণ, কালিয়াগঞ্জ থেকে কলকাতা এসি বাস পরিষেবা চালু করা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে।
কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, একটি মহিলা কলেজ, কৃষি কলেজ,পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে।