রাজ্য

তৃণমূলের মন্ত্রী বললেন, রাজ্যে সাম্প্রদায়িকতা ঠেকাতে বুদ্ধবাবুকে ভীষণ প্রয়োজন

অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সুস্থতা কামনার পাশাপাশি তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ব্রাত্য বসু বললেন, রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো ঠেকাতে বুদ্ধবাবুর মতো মানুষের সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন।

 

Bengal Live ডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার থেকেই শ্বাসকষ্টের সমস্যা দেখা গিয়েছিল তাঁর। পাম এভিনিউয়ের বাড়িতে ২৪ ঘন্টা চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি৷ কিন্তু বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়৷ জানা গেছে, হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর চিকিত্‍সা ইতিমধ্যেই শুরু হয়েছে। কতগুলি জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। কোভিড টেস্ট করানো হবে বলেও সূত্রের খবর। তবে এখন অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

এদিন রাজনৈতিক কিছু কর্মসূচি নিয়ে রায়গঞ্জে এসেছেন নাট্য ব্যক্তিত্ব তথা রাজ্যের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু। বুদ্ধদেব বাবুর অসুস্থতার খবর শুনে তিনি বলেন, ” রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বৃহত্তর অর্থে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে তেমন কোনও পার্থক্য নেই। উনার অসুস্থতার খবর পেয়ে খুবই খারাপ লাগছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি”। ব্রাত্য বসু আরও বলেন, “রাজ্য তথা ভারতবর্ষের বুকে বুদ্ধদেব ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি যত দ্রুত সুস্থ হয়ে উঠবেন ততই আমাদের রাজ্যের মানুষের পক্ষে ভালো”। ব্রাত্য বলেন, “এখন এমন একটা সময় যখন এরাজ্যে সাম্প্রদায়িক শক্তির বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে। এমন সময়ে বুদ্ধদেব বাবুর মতো একজন মানুষের এরাজ্যে বিশেষ প্রয়োজন।”

Related News

Back to top button