রাজ্য

তৃণমূল বিধায়কের বাড়িতে মধ্যরাতে হামলা, অভিযোগ প্রাক্তন মন্ত্রী ও দলেরই যুব নেতার বিরুদ্ধে

মধ্য রাতে তৃণমূল বিধায়কের বাড়িতে দুষ্কৃতী হামলা। প্রাক্তন মন্ত্রী সহ অন্য এক যুব নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়কের। গোষ্ঠীদ্বন্দ্ব মালদায়।

 

Bengal Live মালদাঃ তৃণমূল বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ। গভীর রাতে লাঠি, বাঁশ নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় এবং বিধায়কের অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের অভিযোগ, রাজনৈতিক ভাবে তাঁকে আটকাতে না পেরে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। দলের কয়েকজন নেতার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ।

হামলার ঘটনার পর বিধায়ক বলেন, “এই ঘটনার পেছনে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে হামলা চালায় দুষ্কৃতীরা। কয়েকদিন আগে পিতৃ বিয়োগ হয়েছে আমার। চক্রান্ত করে হামলা চালিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এটা লজ্জার বিষয় একজন বিধায়কের বাড়িতে এইভাবে হামলা চালানো হয়েছে।”

সমস্ত ঘটনা রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানান বিধায়ক নিহার বাবু। হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিসি ক্যামেরায় ধরা পড়ে হামলার ঘটনা। বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল, দুটি স্কুটিসহ অন্যান্য জিনিসপত্র।

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি বলেন, এটি তাদের পাড়ার গন্ডগোল। কেন তাদের নাম জড়ানো হচ্ছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় তাদের কোন সম্পর্ক নেই। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। তারা ঘটনা তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button