কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনঃ মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল কংগ্রেস

একই দিনে মনোনয়ন পত্র জমা দিল বিজেপি ও তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ কর্ণজোড়া জেলা শাসকের দপ্তরে৷
Bengal Live রায়গঞ্জঃ মনোনয়ন পত্র জমা দিলেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা। বুধবার রায়গঞ্জ, কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল প্রার্থী৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা৷
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে এদিন কালিয়াগঞ্জে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেস। তপন দেব সিনহা বলেন, লোকসভা নির্বাচনে মোদী হাওয়া থাকায় বিজেপি জয় পেয়েছিল। কিন্তু লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যে পার্থক্য রয়েছে৷ তাছাড়া এন আরসি নিয়ে মানুষ আতঙ্কিতও। এখনও পর্যন্ত মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তপন বাবু। জয়ের বিষয়ে ১০০শতাংশ আশাবাদী তপন বাবুর দাবী, মানুষ উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করবে।
বুধবার দিনই মনোনয়ন পত্র জমা দেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার৷ কর্ণজোড়া এলাকায় একটি মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান তিনি। বিজেপির জেলা ও রাজ্যের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই মিছিলে।