এসটিএফ এর হাতে আটক মাদক সহ তিন পাচারকারী

মাদকদ্রব্য সহ তিন পাচারকারীকে আটক করলো এসটিএফ নর্থবেঙ্গল। শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের।

 

Bengal Live শিলিগুড়িঃ নর্থ বেঙ্গল এসটিএফের তৎপরতায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন পাচারকারী। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে পানিকৌরি এলাকার টোলপ্লাজায়। শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের।

 

এসটিএফ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় অসম থেকে বিহারগামী একটি বাসে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১ কেজি ১৬ গ্রাম ব্রাউন সুগার। সেখান থেকে মাদক সহ গ্রেপ্তার করা হয় তিন পাচারকারীকে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ ৩৫২৬০ টাকা এবং বিভিন্ন ব্যাংকের তিনটি এটিএম কার্ড সহ কয়েকটি নথি বাজেয়াপ্ত করে এসটিএফ এর আধিকারিকরা।

জানা গিয়েছে, ধৃত ওই তিন পাচারকারীর নাম তোসিফ আনসারী (২২),বাড়ী উত্তরপ্রদেশে এবং অসমের বাসিন্দা আলিমুদ্দিন রহমান (২৭) ও সাদ্দাম আলি (১৮)। শুক্রবার ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ এর আধিকারিকরা। শনিবার ১৪ দিনের রিমান্ডের আবেদন করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃতদের।

Exit mobile version