আট কেজি সোনার দাম কত? অবৈধ সোনার বিস্কুট সহ গ্রেপ্তার তিন
পুলিশের বড়সড় সাফল্য। মাদকের পর সোনা পাচার চক্রের হদিশ। আট কেজি সোনা পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল তিনজন।
Bengal Live জলপাইগুড়িঃ আট কেজি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার তিন জলপাইগুড়িতে৷ নাগরাকাটা থানার পুলিশের জালে ধরা পড়ল তিন অবৈধ সোনা পাচারকারী। ২টি প্যাকেটে আট কেজি ২৯৭ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোনা কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মাস্ক পড়ে পূজার চাঁদা চাইতে এসে ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা
গোপন সূত্রে খবর পেয়ে নাগরাকাটা থানার বাতাবাড়ি এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সন্দেহজনক একটি ছোটগাড়িকে আটক করে তল্লাশি চালাতেই দুই প্যাকেট ভর্তি সোনার বিস্কুট উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের বাড়ি কোচবিহারে, একজন আসাম ও একজন আন্ধেরীর বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বাজারদর প্রায় চার কোটি টাকা। পুলিশ সোনার বিস্কুটগুলিকে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে।