বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন
মাদকদ্রব্য সহ তিন পাচারকারীকে আটক করলো রাজ্য পুলিশের এসটিএফ ও রেল পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের।
Bengal Live শিলিগুড়িঃ বিপুল পরিমান ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন পাচারকারী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। রাজ্য পুলিশের এসটিএফ ও রেল পুলিশ যৌথ অভিযানে পাচারের আগে উদ্ধার করা হয় ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় উনিশ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, আন্তরাজ্য মাদক পাচার চক্র সক্রিয় হওয়ার খবর আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে। গোপন সূত্রের খবর পেয়ে ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও রেল পুলিশ। তল্লাশির সময় রাজধানী এক্সপ্রেসের নির্দিষ্ট কোচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই তিন পাচারকারীর নাম মহঃ আজাদ খান, লালিজান বেগম ও বিসিমায়ান ইয়াসিন। প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা।
ধৃত তিন জনকে জিঞ্জাসাবাদ করছে এসটিএফ এর আধিকারিকরা৷ পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ। এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের।