লক্ষাধিক টাকার জাল নোটসহ পুলিশের জালে ৩ পাচারকারী
৫ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ পাচারকারী।ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
Bengal Live মালদাঃ লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ পাচারকারী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে মহারাষ্ট্রের দুই বাসিন্দা জালনোট নিতে মালদায় এসেছে। খবর পেয়ে কালিয়াচক থানার বাবুরবোনা এলাকায় হানা দিতেই মিলে যায় সাফল্য। এদিন মধ্যরাতে লক্ষাধিক টাকার জালনোট সমেত মহারাষ্ট্রের দুই বাসিন্দা সহ মোট তিন জন পাচারকারীকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ।
ধৃতরা হলেন, ইফতিখার মোক্তার আহমেদ আনসারী(৩৯) ও মহ: ওয়াসিম খান(৩৭)। এরা দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও মালদা জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর এলাকার বাসিন্দা আসামুল সেখ(৩৬) কেও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৫ লক্ষ টাকার জাল নোটের পাশাপাশি তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া সব নোটগুলি ৫০০ টাকার।
জানা গেছে, বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে আবেদন জানানো হবে পুলিশি হেফাজতের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে তারা।