রাজ্য

বিহারের এটিএম জালিয়াতি চক্রের হদিশ শিলিগুড়িতে, ধৃত ৩

শিলিগুড়ির চম্পাসারি র একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

 

Bengal Live শিলিগুড়িঃ এটিএম এ টাকা তুলতে আসা ব্যক্তিদের সাহায্যের নামে প্রতারণার অভিযোগ। এটিএম জালিয়াতি চক্রের তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো বিহার পুলিশ। গতকাল রাতে শিলিগুড়ির চম্পাসারি থেকে গ্রেপ্তার করা হয় ওই তিন অভিযুক্তকে। ধৃতদের ট্রাঞ্জিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে বিহারে।

বিহার পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সানি কুমার, রাজীব কুমার ও রাহুল রায়। প্রতারণার উদ্দেশ্যে বিহারের দারভাঙ্গা এলাকার বিভিন্ন এটিএম এ দাঁড়িয়ে থাকতো তারা । টাকা তুলতে আসা ব্যক্তিদের সাহায্য করার নাম করে স্পেশাল ডিভাইসের মাধ্যমে তাঁদের এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিত ওই তিন ব্যক্তি। এরপর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অবাধে টাকা তুলে নিত ধৃতরা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না মেলার বিক্ষোভে অবরুদ্ধ রাজ্য সড়ক

বিহারের দারভাঙ্গা থানায় চলতি বছরের জুলাই মাসে এটিএম থেকে টাকা খোয়া যাওয়ার অভিযোগ দায়ের হয়। বিহার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে জানতে পারে ধৃতরা শিলিগুড়িতে রয়েছে । এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিহার পুলিশের একটি টিম । গতকাল রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বিহার পুলিশ শিলিগুড়ির চম্পাসারির একটি হোটেল থেকে গ্রেপ্তার্ করেন তিনজনকে।

এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের। জানা গিয়েছে, তাদের ট্রাঞ্জিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হবে। অপরদিকে এটিএম জালিয়াতি কান্ডের অভিযোগ রয়েছে শিলিগুড়িতেও, সেই চক্রের সাথে ধৃতরা কোনভাবে যুক্ত কিনা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তা খতিয়ে দেখছে ।

 

Related News

Back to top button