অশোক ভট্টাচার্যের বাড়িতে চোরের হানা, পুলিশ কুকুর নামিয়ে তল্লাশি

বৃহস্পতিবার সকালেই বিধায়কের বাড়িতে পুলিশ কুকুর নামিয়ে তল্লাশি করা হয়।
Bengal Live শিলিগুড়িঃ বুধবার রাতের অন্ধকারে শিলিগুড়ির বিধায়কের বাড়িতে চোরদের হানা। বাড়ির এক সদ্যস্যের তৎপরতায় চুরির সামগ্রী ফেলেই চম্পট দিল চোর৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অশোক ভট্টাচার্যের বাড়ি লাগোয়া এলাকায়। আতঙ্কে রয়েছেন পাড়া-প্রতিবেশীরা। রাতেই খবর পেয়ে বিধায়কের বাড়িতে যায় শিলিগুড়ি থানার পুলিশ।
বনধের সকালে ক্রিকেট খেলার আমেজে বিধায়ক অশোক ভট্টাচার্য
জানা গেছে, বুধবার গভীর রাতে বিধায়কের বাড়ি থেকে বস্তা ভর্তি করে বাসনপত্র সহ একাধিক সামগ্রী চুরি করে চম্পট দিচ্ছিল চোরেরা৷ সেই সময় অশোক বাবুর এক আত্মীয়ের নজরে বিষয়টি পড়তেই তিনি চিৎকার করে ওঠেন। এরপর পাঁচিল টপকে এলাকা ছেড়ে চম্পট দেয় চোরেরা৷
দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে বিদ্রোহ আরেক তৃণমূল নেতার
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে৷ বিধায়কের বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক অনুমান চোরেরা ডাবগ্রামের দিকে পালিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।