মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য জটেশ্বরে
মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারে৷ ঘটনাস্থলে পুলিশ৷ খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ।
Bengal Live আলিপুরদুয়ারঃ এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতে হেদায়েত নগর এলাকায়। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম অনিতা রায় (৫৫), তাঁর বাড়ি হেদায়েত নগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁশ ঝাড়ে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।