বছরের শুরুতেই যাত্রীভাড়া বৃদ্ধি রেলে

নতুন বছরের শুরুতেই ভাড়া বৃদ্ধি পেল ভারতীয় রেলে। প্রতি কিলোমিটারে এক থেকে চার পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। পূর্বের কাটা টিকিটে বর্ধিত ভাড়া গুনতে হবেনা যাত্রীদের জানালো রেল।

Bengal Live ওয়েব ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ভাড়া বৃদ্ধি পেল রেলে। দূরপাল্লার ট্রেনে ভাড়া বৃদ্ধি পাচ্ছে কিলোমিটার প্রতি ১-৪ পয়সা। তবে অপরিবর্তিত থাকছে লোকাল ট্রেনের ভাড়া। একই সাথে রাজধানী, শতাব্দী ও দুরন্তের ভাড়াও বৃদ্ধি পেয়েছে। এদিন মধ্যরাত থেকেই এই বর্ধিত ভাড়া লাগু হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে জানা গেছে।

রেল বোর্ড যে ভাড়া বৃদ্ধির নির্দেশিকা জারি করেছে, তা থেকে জানা গেছে, এসি চেয়ার কার, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার, এসি ফার্স্ট ক্লাস অথবা এগজিকিউটিভ চেয়ার কারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে চার পয়সা করে।

দূরপাল্লার নন এসি ও এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ক্লাস, স্লিপার ক্লাস ও সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বেড়েছে দুই পয়সা করে। এদিকে নন এসি, সাধারণ সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও ফার্স্ট ক্লাস অর্ডিনারির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বেড়েছে এক পয়সা করে।

Exit mobile version