COVID 19: রাজ্য লাগু কড়া বিধিনিষেধ, জারি ৩০ মে পর্যন্ত
আগামী দুই সপ্তাহের জন্য রাজ্য কড়াকড়ি। বিধিনিষেধ অমান্য করলেই আইনি পদক্ষেপ গ্রহণ।
Bengal Live ডেস্কঃ পুরোপুরি লকডাউনের পথে না হাঁটলেও এবার পশ্চিমবঙ্গ জুড়ে কড়া বিধিনিষেধ লাগু করল রাজ্য সরকার। রবিবার থেকে আগামী দুই সপ্তাহ জারি থাকবে এই বিধিনিষেধ। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বিধিনিষেধের কথা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান, জরুরি পরিষেবা ছাড়া সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে আগামী দুই সপ্তাহ। শপিং মল, বাজার, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, স্পা ইত্যাদিও বন্ধ থাকছে। বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান গুলিও বন্ধ থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনের বেশি জমায়েত করায় বিধিনিষেধ জারি করা হয়েছে। শ্মশানে ২০ জনের বেশি জমায়েত করা যাবেনা বলেও এদিন ফের জানিয়ে দেওয়া হয়েছে।
সকাল ৭-১০ পর্যন্ত খোলা থাকবে বাজার। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এছাড়া সবধরণের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন রাজ্যের পক্ষ থেকে।