এক টিকিটেই বাজিমাত, কোটিপতি চা বিক্রেতা
একশো কুড়ি টাকার টিকিটেই কোটিপতি হলেন চা বিক্রেতা। লটারির অর্থে দুই সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন তিনি।
Bengal Live মালদাঃ অবিক্রিত লটারির টিকিটেই হাজার-লাখ নয়, কোটিপতি হলেন মালদার এক চা বিক্রেতা। বিজেতা ওই ব্যক্তির নাম কমল মহলদার (৩৫)। সোমবার লটারির টিকিটে এক কোটি টাকা খেললে তিনি টিকিট নিয়ে হাজির হন হরিশ্চন্দ্রপুর থানায়।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা গ্ৰামের বাসিন্দা কমল বাবু চা বিক্রয়ের পাশাপাশি লটারি টিকিট বিক্রয়ের কাজ করতেন। বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বয়স্ক বাবা, মা রয়েছেন। মা নির্মলা মহলদার কুশিদা বাজারে সবজি বিক্রেতা। সোমবার বিকেলে তার কাছে অবিক্রিত অবস্থায় থেকে যায় ১২০ টাকার টিকিট। এদিন সন্ধ্যে নাগাদ তিনি জানতে পারেন ওই একশো কুড়ি টাকার টিকিটেই ভাগ্য খুলেছে তার। এক কোটি টাকা জিতেছেন তিনি। এরপরই কোনো ঝুঁকি না নিয়ে ওই টিকিট নিয়ে তিনি হাজির হন হরিশ্চন্দ্রপুর থানায়।
এ বিষয়ে কমল বাবু জানান, এই লটারির অর্থ দুই সন্তানের সুশিক্ষা ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই খরচ করবেন তিনি।