রাজার শহরে তৈরি হচ্ছে প্রবেশদ্বার
উত্তরবঙ্গের হেরিটেজ শহর কোচবিহারের সৌন্দর্যায়ন বাড়তি গুরুত্ব। তৈরি হচ্ছে লোগো ও প্রবেশ দ্বার।
Bengal Live কোচবিহারঃ রাজার শহর কোচবিহারের গড়িমা অটুট রাখতে মড়িয়া প্রশাসন। শহরের সৌন্দর্যায়নে বাড়তি গুরুত্ব দিতে এদিন কোচবিহার ল্যান্সডাউন হলে হেরিটেজ কমিটিকে নিয়ে বৈঠক করলেন জেলাশাসক পবন কাদিয়ান। জানা গেছে, হেরিটেজ কোচবিহারের গৌরবের জন্য একটি লোগো তৈরি হবে। এই লোগোতেই আলাদা পরিচয় পাবে রাজার শহর।
ইতিমধ্যেই দুটি লোগো নিয়ে আলোচনা চলছে রাজ্য হেরিটেজ কমিশনের সাথে৷ জানা গেছে কোচবিহারের সাগরদিঘী ও মদনমোহন মন্দিরের পাশে বৈরাগী দিঘী ইতিমধ্যেই সংস্কার কাজ শুরু হয়েছে৷ এছাড়াও নতুন করে আরও চারটি দিঘীকে সংস্কার করার কাজ শুরু হয়েছে। এব্যাপারে এক বেসরকারি এজেন্সিও কাজ শুরু করেছে৷ অন্যদিকে হেরিটেজ স্থাপত্যগুলির মধ্যে দুর্দশাগ্রস্ত প্রায় ১১ টি ভবনেও সংস্কার কাজ হবে বলে জানা গেছে৷ এছাড়াও কোচবিহারে প্রবেশের মুখে প্রবেশদ্বার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।