লোকালয় থেকে উদ্ধার পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ
লোকালয় থেকে উদ্ধার পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বনবিভাগ।
জলপাইগুড়িঃ ঘনবসতি পূর্ণ এলাকা থেকে একটি পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ষোলোডাঙ্গা এলাকায়। জলপাইগুড়ি জেলার মান্তাদারি গ্রামপঞ্চায়েতের ষোলোডাঙ্গা এলাকার বাসিন্দারা এদিন ভোরবেলায় হাতির মৃতদেহটি পড়ে থাকতে দেখে বনবিভাগে খবর দেন। এরপর বনবিভাগের কর্মীরা এসে হাতির মৃতদেহটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়।
ঈদের মেলায় বচসা, ধারালো অস্ত্রের আঘাতে মৃত এক
জানা গেছে, বুধবার রাতে মান্তাদারি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখা গেছিল। কিন্তু হঠাৎই কীভাবে তার মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। লোকালয়ে এসে ইলেকট্রিক শকের কারণে মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে বনবিভাগ। পাশাপাশি হাতিটির অস্বাভাবিক মৃত্যুর কারন জানতে মৃতদেহের ময়নাতদন্ত করবে বনবিভাগ।
ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে
যদিও বৈকুন্ঠপুর বনবিভাগের বনাধিকারক হরিকৃষ্ণান জানিয়েছেন, প্রাথমিকভাবে হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারন জানতে আমরা হাতিটির ময়নাতদন্ত করব, তারপরেই কীভাবে হাতিটি মারা গেল তা সঠিকভাবে বোঝা যাবে ।