রাজ্য

অতিকায় ডলফিনের মৃতদেহ উদ্ধার বাংলার সৈকত থেকে

অতিকায় ডলফিনের মৃতদেহ উদ্ধার বাংলার সৈকতে। পর্যটক ও স্থানীয়দের নজরে আসতেই হুলুস্থুল কান্ড বকখালিতে।

Bengal Live ডেস্কঃ ওজন প্রায় দেড় টন। দৈর্ঘ প্রায় ১৭ ফুট,,প্রস্থে সাড়ে নয় ফুট। এমনই বিশালাকার ডলফিনের মৃতদেহ উদ্ধার হলো পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বকখালিতে। খবর পেয়ে স্থানীয় পুলিশ৷ ও বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনের দেহ উদ্ধার করে।

জানা গেছে, সাধারণত ডলফিনের আয়ু ৩০ থেকে ৩৫ বছর। মৃত ডলফিনটিও পূর্ণ বয়স্ক হওয়ার কারণে বন কর্মীদের অনুমান, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ডলফিনটির। তবে এতো বিশালাকার ডলফিনের দেহ বকখালির সৈকতে কীভাবে এসে পৌঁছল সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে।

ডলফিনের মৃতদেহটি এদিন জেসিবির মাধ্যমে ট্রাকে তোলা হয়।

Back to top button