সূচনা হলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের,অক্টোবর থেকে শুরু পঠন পাঠন
বালুরঘাটের একটি অস্থায়ী ক্যাম্পে শুভ সূচনা হলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের। শুরু হলো বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট এর কাজও।
Bengal Live বালুরঘাটঃ প্রতীক্ষার অবসান, পথচলা শুরু হল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের। বুধবার বালুরঘাটের চকভবানীর একটি অস্থায়ী ক্যাম্পে শুভ সূচনা হলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের । চলতি বছরের অক্টোবর মাসেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন।
লক্ষাধিক টাকার জাল নোটসহ পুলিশের জালে ৩ পাচারকারী
অতিমারিতে স্বপ্ন পূরণ হয়েছে বালুরঘাটবাসীর। দীর্ঘ আন্দোলনের পর একটি বিশ্ববিদ্যালয় পেয়েছে দক্ষিণ দিনাজপুর। বুধবার দুপুরে তারই শুভ সূচনা করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারি রায় মুখার্জী, জেলা শাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য আধিকারিকরা।
উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাতের সতর্কতা
এদিন ফিতে কেটে বিশ্ববিদ্যালয়ের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রানি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বুধবার থেকেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট এর কাজ। পাশাপাশি অক্টোবরেই রাষ্ট্রবিজ্ঞান, অংক ও ইংরেজি এই তিনটি বিষয় নিয়ে শুরু হবে বিশ্ব বিদ্যালয়ের পঠন পাঠন।