রাজ্য

Video: থার্মোকলের থালায় দাবি লিখে মালদায় বিক্ষোভ টেট উত্তীর্ণদের

“পুজোর আগে নিয়োগ চাই / বেকারত্ব থেকে মুক্তি দিন / নয়ত শেষে মৃত্যু দিন!” স্লোগান তুলে প্রাথমিক শিক্ষা সংসদ ঘেরাও করে বিক্ষোভে নামল ২০১৪ সালে প্রাইমারি টেট পাস এবং নট ইনক্লুডেড প্রার্থীরা।

Bengal Live মালদা: চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভে সরব প্রাথমিক শিক্ষক পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার মালদা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান জেলার সমস্ত ২০১৪ সালে প্রাইমারি টেট পাস এবং নট ইনক্লুডেড প্রার্থীরা।

আন্দোলনকারিদের অভিযোগ, ২০১৪ সালে প্রাইমারি টেট পাশ করা এই চাকরি প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত নিয়োগ করা হয় নি তাঁদের। সেই কারণেই এদিন পোস্টার, প্ল্যাকার্ডে নিজেদের দাবি লিখে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষক পরীক্ষার্থীরা। এদিন মালদা জেলার প্রায় পাঁচ শতাধিক চাকরি প্রার্থী এই বিক্ষোভ আন্দোলনে সামিল ছিলেন।

Related News

Back to top button