রাজ্য

পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ, গ্রেপ্তার ১

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠের বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Bengal Live শিলিগুড়িঃ লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জটিয়াখালি এলাকায়। রবিবার এন জে পি থানার পুলিশ ফুলবাড়ি সংলগ্ন জটিয়াখালি থেকে চোরাই সেগুন কাঠ সহ একটি ফুলপাঞ্জাব গাড়ি আটক করে। উদ্ধার হওয়া সেগুন কাঠের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

‘আই অ্যাম ভ্যাকসিনেটেড’ এক লাইনেই বাজিমাত রায়গঞ্জের টোটো চালকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াখালি এলাকা থেকে একটি ফুলপাঞ্জাব গাড়ি আটক করে। গাড়িটির নম্বর প্লেটে কালি লাগানো ছিল। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫৬০ cft সেগুন কাঠ। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক রাহিল খানকে(৩০)। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

আশ্বাস মিললেও হয়না সুরাহা, জলকষ্টে ধুঁকছে তপন ব্লক!

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অবৈধ চোরাই কাঠগুলি আসাম থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল । কাঠ পাচারের সাথে যুক্ত এই সক্রিয় চক্রটি দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে গাড়ির নম্বর প্লেটে কালি লাগিয়ে এই কারবার করে চলছিল। এভাবে ভিনরাজ্যে কাঠ পাচারের সঙ্গে আরও বৃহৎ কোনও চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related News

Back to top button