অর্জুন পেলেন হেপ্টাথলিট স্বপ্না বর্মন, গর্ব উত্তরবঙ্গের

অর্জুন পেলেন হেপ্টাথলিট স্বপ্না বর্মন, উত্তরবঙ্গের গর্ব

Bengal Live ওয়েব ডেস্কঃ অর্জুন পুরষ্কার পেলেন হেপ্টাথলিট স্বপ্না বর্মন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বপ্না বর্মণের হাতে অর্জুন পুরষ্কার তুলে দেন।

গত শনিবার দিনই সংবাদ মাধ্যমে উত্তরবঙ্গের সোনার মেয়ে স্বপ্না বর্মণের অর্জুন পুরষ্কার পাওয়ার খবর সামনে আসে। আনন্দে আত্মহারা হয়ে ওঠেন স্বপ্নার মা বাসনা বর্মণ। মিষ্টিমুখ করান সকলকে। জানিয়েছিলেন, সন্ধ্যায় টেলিফোন করে খুশির খবর জানিয়েছে মেয়ে। শুনে আমি খুব উচ্ছ্বসিত। আমি চাই মেয়ে আরো সাফল্য পাক।

Exit mobile version