তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক, পদ্মের ঘরে ফুটল ঘাসফুল
খোদ বিজেপি নেতা মুকুল রায়ের ঘরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ মুকুল রায়ের শ্যালক।
Bengal Live ডেস্কঃ গেরুয়া শিবিরে ফুটলো জোড়াফুল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন খোদ মুকুল রায়ের শ্যালক। বুধবার তৃণমূল ভবনে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন সৃজন রায়। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসে ছিলেন সৃজন রায়। এরপর ২০১৯ সালে তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন বলে তৃণমূল সূত্রে খবর।
রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেস ছাড়ার হিড়িক, ঠিক সেই মুহূর্তে বিজেপি নেতার ঘর ভাঙল তৃণমূল। গেরুয়া শিবির থেকে প্রাক্তন কর্মীকে দলে টানল তৃণমূল কংগ্রেস। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ পদ্মশিবির।
এদিন তৃণমূল ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তৃণমূলের অন্যতম মুখপাত্র ব্রাত্য বসু জানান, সৃজন রায় গত ২০১১ সালের বিধানসভা নির্বাচন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই সৃজন রায় এবার ফের তৃণমূলে ফিরে এলেন বিজেপি ছেড়ে।