উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়িতে
করোনা মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ বৈঠকে স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায়। সিদ্ধান্ত বদলে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হবে সকল রোগীকে।
Bengal Live শিলিগুড়িঃ উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৈঠকে যোগ দিলেন কোভিড ১৯ উত্তরবঙ্গ ওএসডি চিকিৎসক সুশান্ত রায়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসকেরা। এদিনের বৈঠকে করোনা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সিদ্ধান্ত বদলে মেডিক্যাল কলেজ হাসপাতালে সমস্ত রোগীকেই ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৈঠক শেষে স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায় বলেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮জন চিকিৎসক ও ১১জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। উঁনাদের সংস্পর্শে আসার কারণে ৩৫ জন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়বে এটা আমরা অনেকদিন আগে থাকতেই জানি। সেইমতন আমরা তৈরি রয়েছি। বিভিন্ন নার্সিংহোম হাসপাতালে বেড বাড়ানোর কাজও চালিয়ে যাচ্ছি। বিশেষ করে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রিড়াঙ্গনে ২০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়িতে লেভেল ৩ সুবিধা যুক্ত আরও একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে মুমূর্ষু ও মরণাপন্ন রোগী ছাড়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্য কোনও রোগীকে ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত বদলে এদিন সমস্ত রোগীকেই ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক। প্রচুর চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। তাই যেইসব রোগীকে ভর্তি নেওয়ার প্রয়োজন রয়েছে তাঁদের সকলকেই ভর্তি নেওয়া হবে মেডিক্যাল কলেজ হাসপাতালে বলে জানিয়েছেন সুশান্ত রায়।