গঙ্গা গিলছে ভিটেমাটি, জেলা শাসকের দ্বারস্থ বামেরা
গঙ্গা ভাঙন রোধ সহ সাত দফা দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল মালদা জেলা বামফ্রন্ট। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
Bengal Live মালদাঃ গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ করা সহ মোট ৭ দফা দাবি নিয়ে মালদার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার সাড়ে ১১ টা নাগাদ ভাঙ্গনরোধ সহ একাধিক দাবি নিয়ে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন মালদা জেলা বামফ্রন্টের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন, বাম নেতা বিশ্বনাথ ঘোষ, সর্বানন্দ পান্ডে, সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র সহ অন্যান্যরা।
গত কয়েক সপ্তাহ ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। ভিটেমাটি হারিয়ে সহস্রাধিক মানুষ খোলা আকাশের নীচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
বিশ্বনাথ ঘোষ জানান, ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান সহ বেশ কিছু দাবি নিয়ে এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বানভাসিরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলেও অভিযোগ তোলেন তিনি। দাবি পূরণ না হলে আগামী দিনে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন বিশ্বনাথ ঘোষ।