পাচারের আগেই উদ্ধার বয়াম ভর্তি সাপের বিষ, বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা
দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফ জওয়ানেরা এর আগেও একাধিকবার সাপের বিষ ভর্তি বয়াম উদ্ধারে সাফল্য পেয়েছে।
Bengal Live বালুরঘাটঃ ফের পাচারের আগেই উদ্ধার বয়াম ভর্তি সাপের বিষ। কাঁচের বয়ামটি বিএসএফ জওয়ানদের তৎপরতায় বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ বিওপি এলাকার বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শনিবার দুপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি কাঁচের বোতল ভর্তি সাপের বিষ উদ্ধার করে। তবে বিষ ভর্তি বয়াম উদ্ধার করা গেলেও এখনো হদিশ মেলেনি পাচারকারীদের। উদ্ধার হওয়া মেড ইন ফ্রান্স লেখা বয়ামটিতে ছিল ক্রিস্টাল টাইপ সাপের বিষ। প্রাথমিক ভাবে অনুমান, উদ্ধার হওয়া বিষের আন্তর্জাতিক বাজার মূল্য বর্তমানে প্রায় ১২ কোটি টাকা এবং এগুলি বাংলাদেশ হয়ে পাচার করা হচ্ছিল চীনে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফ জওয়ানেরা এর আগেও একাধিকবার সাপের বিষ ভর্তি বয়াম উদ্ধারে সাফল্য পেয়েছে। এদিন রাতে উদ্ধারের পর বিষ ভর্তি বয়ামটি বিএসএফের ৬১ ব্যাটেলিয়নের জওয়ানরা বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেয়। কে বা কারা এগুলি পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো এবং এর পিছনে বৃহৎ কোনো চক্র জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুরো বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বনদপ্তরের কর্মীরা।