কুমড়ো বোঝাই ট্রাকে পুলিশের হানা, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা। সাদা পোশাকের পুলিশ হানা দেয় কুমড়োর ট্রাকে, উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। গ্রেপ্তার ১।
Bengal Live শিলিগুড়িঃ কুমড়ো বোঝাই ট্রাকে হানা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুনে শিলিগুড়িতে ভস্মীভূত ৭টি দোকান
জানা গেছে, ট্রাকটি জলপাইগুড়ি থেকে ফাঁসিদেওয়ার দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ অভিযান চালিয়ে কি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ঘটনায় ট্রাকের চালক তথা মালিক লালন রায়কে গ্রেপ্তার করেছে সাদা পোশাকের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লালন রায় বিহারের ছাপরার বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গাঁজা পাচার চক্রের সাথে কারা জড়িত তাও জানার চেষ্টা করছে পুলিশ৷ ধৃত ট্রাক চালককে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।